কাভার্ড ভ্যানে ইয়াবা, আটক ২

কক্সবাজারের টেকনাফে একটি ক্যাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৭৫ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ওই কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের লেদা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এঁরা হলেন কাভার্ড ভ্যানের চালক ভোলা জেলার বাসিন্দা রাসেল মিয়া (৪৩) ও তাঁর সহকারী মাদারীপুর জেলার তুহিন (১৯)।
টেকনাফের বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান, লেদা বিওপির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ইয়াবা জব্দ ও দুজনকে আটক করেন। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য দুই কোটি ২৫ লাখ ৮৭ হাজার টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।