চুয়াডাঙ্গায় পান ব্যবসায়ী খুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে খুন হওয়া জাকারিয়া হোসেনের স্বজনের আহাজারি। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামে দুর্বৃত্তরা জাকারিয়া হোসেন (৩০) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে ও জবাই করে খুন করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২ টায় আকন্দবাড়িয়া নাগুড়তলা মাঠে এই ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া আকন্দবাড়িয়া গ্রামের গাঙপাড়ার মৃত ফজলু ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ফজলু মণ্ডল নামের একজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আকন্দবাড়িয়া গুচ্ছগ্রাম ফকিরবাগানে বৃহস্পতিবার রাতে ওরস চলছিল। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে লেপ-কাথা নিয়ে জাকারিয়া একটি রিকশাভ্যানে ফকির বাগানের উদ্দেশে রওনা দেন। ফকির বাগানে যাওয়ার পথে তিনি খুন হন। সদর থানার পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয় এবং সকালে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।