ভোট কারচুপির পরিণতি ভালো হবে না
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/12/12/photo-1449913360.jpg)
সিটি করপোরেশনের মতো পৌরসভা নির্বাচনে ভোট কারচুপি হলে এর পরিণতি ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত ‘আজকের গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ - শীর্ষক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন খন্দকার মাহবুব।
চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘এই সরকার একের পর এক নির্বাচনের মাধ্যমে জনগণকে ধোকা দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। আমরা মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করি, মানুষের মত প্রকাশে বিশ্বাস করি। এর যদি ব্যত্যয় ঘটে তবে এর দায়-দায়িত্ব আপনাকেই (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নিতে হবে।’
নির্বাচন কমিশনকে সরকারের আজ্ঞাবহ উল্লেখ করে মাহবুব জানান, পৌর নির্বাচনে যদি জনগণের ভোটের অধিকার হরণ করা হয় তাহলে দেশ তো বটেই, এর ফলাফল কারো জন্য শুভ হবে না।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে না পারলে যত দ্রুত সম্ভব প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করার আহ্বান জানান বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা।