চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় ৫ জন আহত

চুয়াডাঙ্গা শহরে হোটেল ভোজনবিলাস ও পৌর এলাকার হাটকালুগঞ্জে ওরস শরিফে দুর্বৃত্তরা হামলা চালিয়ে অন্তত পাঁচজনকে জখম করেছে। শনিবার রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ হামলার ঘটনা দুটি ঘটে।
আহতরা হলেন ভোজনবিলাস হোটেলের কর্মচারী সোহেল (২০), আরিফ হোসেন (২০), রফিক (২২), জামেলা খাতুন (৪৫) ও তাঁর ছেলে সেলিম (২৫)।
ভোজনবিলাসের মালিক আ ন ম আরিফ জানান, মাঝের পাড়ার এক যুবক হোটেলের শৌচাগার ব্যবহার নিয়ে গোলযোগ করে এবং সোহেলকে মারধর করে। অন্যদিকে ওরসের আয়োজক মনির হোসেন জানান, হাটকালুগঞ্জ দরবারে সোয়াদে হজরত গোলাম মোস্তফার ওফাত দিবস উপলক্ষে ওরস চলাকালে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ওরসে উপস্থিত ও পথচারীদের এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে আহত করে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান খান জানিয়েছেন, হাটকালুগঞ্জ দরবারের ঘটনা ব্যক্তিগত রেষারেষির কারণে ঘটেছে।