সোনারগাঁয়ে সাবেক মেয়রের প্রার্থিতা প্রত্যাহার

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জাতীয় পার্টির নেতা সাঈদুর রহমান মোল্লা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
আজ রোববার সকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সাঈদুর রহমান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সোনারগাঁও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন এই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থীসহ মোট চারজন মেয়র পদপ্রার্থী হিসেবে লড়াই করবেন।
অপরদিকে, তারাব পৌরসভার রিটার্নিং কর্মকর্তা লোকমান হোসেন জানান, এ পৌরসভায় এ পর্যন্ত কোনো মেয়র পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করলেও চারজন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
স্থানীয়রা জানান, এ দুটি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনের প্রচার চালিয়ে যাচ্ছেন। তবে অন্য প্রার্থীরা জোর প্রচার চালিয়ে গেলেও বিএনপির প্রার্থীরা এখনো তেমনভাবে সক্রিয় হননি।