১৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে আটক ১৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় কক্সবাজারে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কর্নেল খালেকুজ্জামান জানান, সকালে বালুখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের আশ্রয়দানকারী পানবাজার এলাকার দালালরা বিজিবির ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে বিজিবির সুবেদার ফজলুল হক গুলিবিদ্ধ হন। তাঁকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো জানান, বৃহস্পতিবার রাতে ২৯ জনসহ ১৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে।
এ ঘটনায় শাহ আলমগীর নামে এক দালালকে আটক করা হয়েছে বলেও জানান কর্নেল খালেকুজ্জামান।