নারায়ণগঞ্জে চাঁদমারী বস্তিতে ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের পাশে চাঁদমারী বস্তিতে ভয়াবহ আগ্নিকাণ্ড ঘটেছে। এতে বস্তির শতাধিক ঘর ও একটি স্কুল পুড়ে গেছে।
আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও জানা যায়নি।
আগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গাউসুল আজম ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, এই বস্তিতে সদর উপজেলার তত্ত্বাবধানে নিরক্ষরতা দূরীকরণের একটি স্কুল এবং শতাধিক ঘর ছিল। এসব ঘরে দরিদ্র দিনমজুররা বসবাস করে থাকেন। তাঁদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। জেলা প্রশাসন থেকে তাদের পুনর্বাসন করা হবে।
ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক দিনু মনি সরকার জানান, তদন্ত না করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে না।