‘জঙ্গিনেত্রী শকুনির মতো মানচিত্র খামচে ধরেছে’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গিনেত্রী আখ্যা দিয়ে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেছেন, তিনি এই দেশের মানচিত্র শকুনির মতো খামচে ধরেছেন। তিনি আজ শয়তানি শক্তিকে পরিণত হয়েছেন। এই শয়তানিকে যতক্ষণ পর্যন্ত বিতাড়ন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী যুবলীগ রাজপথে লড়াই অব্যাহত রাখবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন হারুনুর রশীদ। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে চলা বিভিন্ন ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন যুবলীগের এই নেতা।
এর আগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা কাওসার বলেন, একাত্তরে পরাজিত শক্তির প্রেতাত্মারা এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা বাঙালি জাতিকে ধ্বংস করতে, গণতন্ত্রকে ধ্বংস করতে নতুন করে চেষ্টা করছেন। এই অপচেষ্টার বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ ঐক্যবদ্ধ হবে।
দেশ এবং বিদেশের বিভিন্ন প্রভুদের সন্তুষ্ট করতে বিএনপির নেত্রী খালেদা জিয়া নাশকতাসহ নানা রকমের অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেন মোল্লা কাওসার। সব নাশকতাকারীকে আইনের আওতায় আনার পাশাপাশি শাস্তি দাবি করেন তিনি।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রাখেন, ‘আপনি কি একজন জননী না? আপনি কেন বুঝেন না?’ তিনি খালেদা জিয়াকে নারী জাতির কলঙ্ক বলেও উল্লেখ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।