আমার বেডরুমের পাশে বোমা মারে : সুরঞ্জিত

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন স্তিমিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেছেন, ‘দুই মাস নিরীহ মানুষ মারছে। এখন তারা আমার জিগাতলার বাসায় বোমা মারে। ১০ দিনে দুইবার আমি গরিব সুরঞ্জিতের বাসায় বোমা মারছে। আমার সামনে-পেছনে পুলিশ নাই। তারা আমার বেডরুমের পাশে বোমা মারে।’
আজ শনিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর বিএনপির চেয়ারপারসনের বিএনপি কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করতে যাওয়ার প্রসঙ্গ টেনে সুরঞ্জিত সেন বলেন, ‘যখন খালেদা জিয়ার ছেলে মারা যায়, তাঁর দুঃখে দুঃখী হয়ে প্রধানমন্ত্রী তাঁর বাড়িতে জাতীয় পতাকা নিয়ে যায়। আর তার পোলা তারেক জিয়া কী করছে জানেন? আমেরিকাতে? লন্ডন থেকে? খালেদা জিয়া বুদ্ধি দিছে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আগামী দিনের নেতা, ডিজিটাল বাংলাদেশের জনক, তাকে অপহরণের জন্য লোক লাগাইছে। ধরা খাইছে। পাঁচ বছরের জেল হইছে। এই হইল আমাদের নেত্রী শেখ হাসিনা, আর এই হইল খালেদা জিয়া।’
আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, এখন দেশে-বিদেশে কূটনীতিক লাগানো হয়েছে। তাঁরা বলছেন, ‘আসেন আমরা ডায়ালগ (সংলাপ) করি।’
সেই কূটনীতিকদের উদ্দেশ করে সুরঞ্জিত বলেন, নাইজেরিয়ার বোকো হারামের সাথে, জাওয়াহিরির সাথে, আইএসের প্রধানের সঙ্গে তো আপনারা সংলাপ করেন না। তাহলে আমাদের কেন জঙ্গিনেত্রী খালেদা জিয়ার সঙ্গে সংলাপ করতে বলেন?
‘খালেদা বিশ্বাস করে একটি উগ্র, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী বাংলাদেশে। তাই তাদের সঙ্গে সংলাপ হতে পারে না’ বলেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘তেলে জলে এক হয় না।’