তারাবতে বিএনপিকর্মীদের হয়রানির অভিযোগ

ভোটের দিন যত ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নির্বাচনী প্রচার ততই জমে উঠেছে।
আজ সোমবার সকালেই প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগ, বিএনপি এবং বিএনপির ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী।
এ সময় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন অভিযোগ করে বলেন, যুবলীগ, ছাত্রলীগকর্মীরা পুলিশের পোশাক পরে এবং ডিবি পরিচয়ে বাড়ি বাড়ি গিয়ে তাঁর কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিচ্ছে। এসব বিষয়ে থানাকে জানিয়েও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যাচার তাদের অভ্যাসে পরিণত হয়েছে।
এদিকে বিএনপির ‘বিদ্রোহী’ তারাব পৌরসভার বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বলেন, বিগত পাঁচ বছর তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। মানুষের সঙ্গে তিনি সুসম্পর্ক গড়ে তুলেছেন। ভোটাররা কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারলে তাঁর বিজয় নিশ্চিত বলে মনে করেন শফিকুল।