স্বতন্ত্র প্রার্থী সামলাতেই ব্যস্ত আ.লীগের প্রার্থীরা

পাবনার সাতটি পৌরসভায় বেশ জোরেশোরেই চলছে পৌর নির্বাচনের প্রচার-প্রচারণা। তবে জেলার সুজানগর ও চাটমোহর পৌরসভায় দলীয় ও বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের মাঠে থাকায় জটিল হয়ে পড়ছে ভোটের হিসাব-নিকাশ।
এবারের পৌর নির্বাচনে পাবনার সাতটি পৌরসভায় মেয়র পদে ৩৩, সাধারণ কাউন্সিলর পদে ২৪৩ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে সুজানগর ও চাটমোহরে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী দল থেকে বহিষ্কৃত হলেও আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থী এখনো বহাল আছেন নিজ পদে। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো প্রার্থীদের দল থেকে বহিষ্কারের দাবি সরকার মনোনীত প্রার্থীদের।
তবে স্বতন্ত্র প্রার্থীদের দাবি, এলাকাবাসীর ইচ্ছাতেই নির্বাচনে লড়ছেন তাঁরা।
সুজানগর পৌরসভার মেয়র প্রার্থীদের নির্বাচনী ইশতেহার জানিয়ে প্রচারণার চেয়ে নিজ দলের প্রতিপক্ষকে নিয়েই বেশি অভিযোগ করতে দেখা গেল।
তবে পাবনার অন্য পৌরসভাগুলোর প্রার্থীরা বেশ ব্যস্ত প্রচার-প্রচারণা নিয়ে। বিএনপি প্রার্থীদের নির্বাচনে সহাবস্থান না থাকার অভিযোগ থাকলেও নৌকা প্রতীকের প্রার্থীদের পূর্ণ মনোযোগ জনসংযোগের দিকে। শীতের ছোট দিন পেরিয়ে প্রচার-প্রচারণা চলছে রাত অবধি।
বিস্তারিত দেখুন এস এম আতিক ও এ বি এম ফজলুর রহমানের ভিডিও প্রতিবেদনে। ছবি তুলেছেন জামাল হোসেন :