প্রতিশ্রুতির দোলাচলে সোনারগাঁ-তারাবর ভোটাররা

পৌষের কনকনে শীত হার মেনেছে সোনারগাঁ ও রূপগঞ্জের তারাব পৌরসভার নির্বাচনী প্রচারে। জলাবদ্ধতা দূরীকরণ, মাদক ও সন্ত্রাস নির্মূল, বিশুদ্ধ পানির জোগানসহ নানা প্রতিশ্রুতির দোলাচলে ভোটাররা। সব মিলিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জের এ দুই পৌর এলাকা।
২০০২ সালে প্রতিষ্ঠিত হয় তারাব পৌরসভা। প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায় ২০১০ সালে। এ পৌরসভার ভোটার ৭৮ হাজার ৮৯৭ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৪২৯ ও নারী ভোটার ৩৭ হাজার ৪৬৮ জন।
এ ছাড়া এ পৌরসভায় পাঁচজন মেয়র পদপ্রার্থীসহ ছয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২১ জন ও একটি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন তিনজন। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর পদে তিনজন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুজন বিজয়ী হয়েছেন।
বিরামহীন গণসংযোগ ও নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন সোনারগাঁ পৌরসভার প্রার্থীরাও। ২০০১ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভার মোট ভোটার ২২ হাজার ৪৪২ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৫১০ ও নারী ভোটার ১০ হাজার ৯৩২ জন।
সোনারগাঁ পৌরসভায় চারজন মেয়র পদপ্রার্থীর পাশাপাশি নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারাব ও সোনারগাঁয়ের নির্বাচনী প্রচার নিয়ে আরো দেখুন নাফিজ আশরাফের ভিডিও প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন তারেক স্বপন :