বিদেশিদের কাছে নালিশ বিএনপির দেউলিয়াত্বের প্রকাশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পৌর নির্বাচনের মতো একটি ছোট নির্বাচনে বিএনপি যেভাবে বিদেশিদের কাছে নালিশ করছে, তাতে রাজনৈতিক দল হিসেবে তাদের দেউলিয়াত্ব প্রকাশ পাচ্ছে।’
আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার কল্যাণ সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বিজয়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন সেতুমন্ত্রী।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৈঠকে বিএনপির পক্ষে আবদুল মঈন খান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতা।
বৈঠক শেষে আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘দেশজুড়ে পৌর নির্বাচনের প্রচার চলাকালে বিএনপির প্রার্থীদের কী ধরনের সমস্যা মোকাবিলা করতে হচ্ছে, মূলত সেসব বিষয় নিয়েই বৈঠকে আলোচনা হয়।’
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে কোনো মন্ত্রী বা এমপির বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিলে আওয়ামী লীগ তা সমর্থন করবে জানিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের আচরণবিধি যারা লঙ্ঘন করবে, নির্বাচন কমিশন যে ব্যবস্থাই গ্রহণ করবে, নির্বাচন কমিশনকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন দেব এবং সহযোগিতা করব। দলের মন্ত্রী বা এমপি বা অন্যান্য যাঁরা আচরণবিধি লঙ্ঘন করছেন, তাঁদের ব্যাপারে আমাদের দল কঠোর অবস্থান নিয়েছে। তাঁদের হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে, সতর্ক করে দেওয়া হচ্ছে।’
এ ছাড়া যেসব মন্ত্রী-এমপি আচরণবিধি মানছেন না, তাঁদের দলীয় ফোরামেও সতর্ক করে দেওয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
কমিশন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না, বরং সহযোগিতা করবে।’