হরতালের আগের রাতে চাঁদপুরে আটক ৮

২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিন চাঁদপুর শহরে সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। শহরে কিছু যানবাহন চলাচল করছে। ছবি : হাবিবুর রহমান খান, চাঁদপুর
চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে ২০-দলীয় জোটের আট নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। ৭২ ঘণ্টার হরতাল শুরুর আগে রাতভর অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
চাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ূম জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে চাঁদপুরের বিদ্যুৎ অফিসের সামনে একটি ও চাঁদপুর মডেল থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তবে আজ রোববার সকাল থেকে হরতালের সমর্থনে কোনো মিছিল শহরে দেখা যায়নি। দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরের ভেতরে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে বেশির ভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে।