তারাবতে বিএনপির প্রার্থীকে জরিমানা, আটক ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌর নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আনোয়ার নামের বিএনপির এক কর্মীকে আটক করা হয়।
আজ রোববার দুপুরে রূপসী এলাকায় প্রচারের সময় মিছিল করলে নির্বাহী ম্যাজিস্টেট মাহফুজুর রহমান এ জরিমানা করেন।
মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা পুরোদমে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শেষবারের মতো ভোট প্রার্থনা করছেন। নিজেদের দেওয়া প্রতিশ্রুতি আবারও তুলে ধরছেন ভোটারদের কাছে। এদিন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচার চালান।
আজ প্রচারের সময় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নাসির উদ্দিন অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের ছেলে বাপ্পা পুলিশ নিয়ে বিএনপির কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে। নির্বাচন সুষ্ঠু না হওয়ার পূর্ব লক্ষণ দেখা যাচ্ছে।
বিএনপির ‘বিদ্রোহী প্রার্থী’ বর্তমান মেয়র শফিকুল ইসলাম চৌধুরীও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, ‘তারাব পৌরসভার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে রাখছে কেন্দ্র দখল করার জন্য।’
এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাসিনা গাজী বলেন, ‘ভোটে হেরে যাবে বলেই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা কথা বলছে। জনগণ এসবে কান না দিয়ে নৌকা মার্কার পক্ষে, উন্নয়নের পক্ষে ভোট দিবে।’