পৌর নির্বাচনে বরিশাল বিভাগে সেনা মোতায়েনের দাবি সেলিমার

বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান আজ রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। ছবি : এনটিভি
বরিশাল বিভাগের সব পৌরসভার নির্বাচন সুষ্ঠু করার লক্ষে সেনাবাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছে বিএনপি।
বিএনপির বরিশাল বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও দলটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান আজ রোববার বিকেল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।
সেলিমা রহমান বলেন, শুধু সেনাবাহিনী নামালে চলবে না তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে। পৌর নির্বাচনের ফলাফল যাই হোক না কেন শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে থাকবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনী বিভাগীয় মনিটরিং সেলের সদস্য সচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।