প্রচারে নেমেও হামলার শিকার হলেন সেই রফিকুল

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় গণসংযোগ চলাকালে বিএনপির মেয়র পদপ্রার্থী আলহাজ রফিকুল আলমের গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হামলায় অন্তত ১০ জন আহত হন, ভাঙচুর করা হয় তিনটি গাড়ি।
আজ সোমবার দুপুরে সাতকানিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় বিএনপির জেলা নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন তাঁর বাসায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন, সাতকানিয়ায় বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী আলহাজ রফিকুল আলমকে আওয়ামী লীগের লোকজন অপহরণের পর জোর করে নির্বাচন থেকে সরে যাওয়ার স্বীকারোক্তি আদায় করেছে।
সাবেক এ মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সাতকানিয়ায় বিপুল ভোটে হারার আশঙ্কায় বিএনপির প্রার্থী রফিকুল আলমকে নিয়ে বিভ্রান্তিকর ঘটনার অবতারণা করেছে। দলীয় নেতা-কর্মীরা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবে।
এরপর আজ দুপুরে রফিকুল ইসলামের সমর্থনে পথসভার আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। সভা শেষ করে গণসংযোগ চলাকালে উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক ও মেয়র পদপ্রার্থী হাজি রফিকুল আলম গণসংযোগ করছিলেন।
এ সময় কানুপুকুর এলাকায় প্রতিপক্ষের ২০-২৫ জন লোক বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় গণসংযোগে থাকা নারীসহ ১০ জন আহত হন। গণসংযোগের কাজে ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহামুদুল হাই এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।