বরিশালের ২৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

বরিশালের ৬ পৌরসভার ৫৮টি কেন্দ্রের মধ্যে ২৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যাপারে জেলা পুলিশ সুপার এস এম আখতারুজ্জামান বলেন,ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরপত্তা বাহিনীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ টিম অবস্থান করবে।
বানারীপাড়া, উজিরপুর ও বাকেরগঞ্জ পৌরসভার দায়িত্বরত সার্কেল সহকারী পুলিশ সুপার সুদিপ্ত সরকার জানান,ওই তিন পৌরসভার প্রত্যেকটিতে নয়টি করে কেন্দ্র রয়েছে। তার মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বানারীপাড়ায় চারটি, বাকেরগঞ্জে তিনটি ও উজিরপুরে দুটি।
মুলাদী, গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভার দায়িত্বরত সহকারী পুলিশ সুপার এস এম নাইমুর রহমান জানান, মুলাদীর নয়টি কেন্দ্রের মধ্যে পাঁচটিই ঝুঁকিপূর্ণ। গৌরনদী পৌরসভায় কেন্দ্র ১৩টি। তার মধ্যে ঝুঁকিপূর্ণ আটটি। মেহেন্দিগঞ্জের নয়টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ পাঁচটি।
অপরদিকে জেলার ছয়টি পৌরসভার বেশির ভাগ ভোটকেন্দ্র নানা সমস্যায় জর্জরিত। এক ডজন ভোটকেন্দ্রে নেই বিদ্যুৎ সংযোগ। কোনো কোনো কেন্দ্রে নেই সীমানা প্রাচীর। নবগঠিত উজিরপুর পৌরসভার নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে নয়টি। এর মধ্যে মাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুৎ নেই। চারটি কেন্দ্রে নেই সীমানা প্রাচীর। রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র টিনশেড এবং নেই দরজা-জানালা।
উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জসিম উদ্দিন অবশ্য বলেছেন,যেসব কেন্দ্রে বিদ্যুৎ নেই,জরাজীর্ণ সেগুলো উপযোগী করা হবে। বাউন্ডারি না থাকলে ৪০০ গজের সীমানার মধ্যে লাল পতাকা উড়িয়ে ভোট নেওয়া হবে।
বানারীপাড়া পৌর নির্বাচনের নয়টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এগুলো হচ্ছে ৭ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকার আবদুর রউফের বাড়ির পূর্ব পাশে টাওয়ারের নিচে। ৮ নম্বর ওয়ার্ড রায়েরহাট কালীমন্দিরের সামনের ভোটকেন্দ্রে নেই আবাসন ব্যবস্থা। এ ছাড়া ওই পৌরসভার তিনটি কেন্দ্রে সীমানা প্রাচীর নেই। কুন্দিহার নামে একটি কেন্দ্রের অবস্থাও জরাজীর্ণ। মুলাদী পৌর নির্বাচনে নয়টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে বিদ্যুৎ নেই। এগুলো হলো মহিষগুদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চরডিক্রি প্রাথমিক বিদ্যালয় ও চরডিক্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ ছাড়া সাতটিতে নেই সীমানা প্রাচীর। গৌরনদীর ১৩টি ভোট কেন্দ্রের মধ্যে আশোকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই।
পুলিশের তথ্যমতে, জরাজীর্ণ হওয়ায় অনেক কেন্দ্রই ভোট নেওয়ার জন্য উপযোগী নয়। মৎস্য উৎপাদন খামার কেন্দ্রটিও জরাজীর্ণ। এ ছাড়া তিনটি কেন্দ্রে নেই সীমানা প্রাচীর। মেহেন্দিগঞ্জ পৌর নির্বাচনে নয়টি কেন্দ্রের মধ্যে তিনটিতে বিদ্যুৎ সংযোগ নেই। এগুলো হচ্ছে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়, বদরপুর প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ও দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার। এ ছাড়া সীমানা প্রাচীর নেই ছয়টি কেন্দ্রে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হালিম খান জানান, বিদ্যুৎ একেবারে না দেওয়া সম্ভব হলে বিকল্প ব্যবস্থা করা হবে। ঝুঁকির আশংকা উড়িয়ে দিয়ে তিনি বলেন,সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।