৮০ কোটি টাকা জালিয়াতির সময় ১১ জন আটক

ব্যাংক থেকে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার সময় ১১ জনকে আটক করেছে গুলশান থানার পুলিশ। আজ রোববার বিকেলে রাজধানীর গুলশানের শ্যুটিং ক্লাবের পাশের ব্র্যাক ব্যাংকের শাখা থেকে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, কানাডা প্রবাসী সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির ব্র্যাক ব্যাংকের ওই শাখায় ৮০ কোটি টাকার একটি এফডিআর ছিল। ভুয়া পাওয়ার অব অ্যাটর্নির কাগজ দিয়ে এই টাকা উত্তোলনের চেষ্টা করে ১১ জনের একটি দল। তবে বিষয়টিতে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাঁদের আটক করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এটি একটি আন্তর্জাতিক জালিয়াত ও প্রতারক চক্র। এরা অন্যের সম্পদ আত্মসাতের জন্য সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র করে ব্যাংকে গিয়েছিল। কিন্তু তাঁদের ষড়যন্ত্র বাস্তবায়ন হওয়ার আগেই গুলশান থানার পুলিশ তাঁদের আটক করে। এঁদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এই ১১ জন হলেন মো. হাসিবুল হাসান, মো. মিরাজুল ইসলাম, মো. সাব্বির রহমান, মো. নজরুল হক, শাহাবুর রহমান বাবলু, মো. খোরশেদ আলম, মো. দেলোয়ার হোসেন, সেলিম আহমেদ, শাহজাহান, মাহবুবুর রহমান কাজল ও কাজী মো. শাহাদাৎ হোসেন।
এনটিভি অনলাইনের পক্ষ থেকে এই ১১ জনের সঙ্গে কথা বলা হলে তাঁরা একেকজন একেক রকম তথ্য দেন। চক্রের ১১ জনই দাবি করেন, সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তিকে তাঁরা কেউই সরাসরি চেনেন না। অন্যের মাধ্যমে খবর পেয়ে এই কাজে জড়িত হয়েছেন।