খালেদা জিয়ার দণ্ড ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী : বিএনপি

‘রাজনৈতিক সংকটকে আড়াল করতেই আওয়ামী লীগ জঙ্গিবাদের জিকির তুলে দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে চায়’ বলে অভিযোগ করেছে বিএনপি। আজ রোববার এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সই করা বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৩টিরও বেশি মামলা ছিল। তাঁকে কোনোদিন হাজিরা দিতে হয়নি। মোকাবিলাও করতে হয়নি। নিয়ন্ত্রিত বিচারব্যবস্থার কল্যাণে তাঁকে সকল মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ও ২০ দল ঐতিহাসিকভাবে সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিল।’ ওই নির্বাচনের ফলে ‘সৃষ্ট রাজনৈতিক মহাদুর্যোগের দায় মানুষ নেবে না। বরং ‘ভুলের খেসারত’ আওয়ামী লীগকে দিতে হবে বলে তিনি জানান।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘গতকালের (শনিবার) প্রকাশ্য জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দণ্ড ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। আইন-আদালত ও বিচারব্যবস্থার কোনো কার্যকারিতা এরপরে আর অবশিষ্ট থাকে না।’ তিনি আরো বলেন, ‘ভয়ঙ্কর এই পুলিশি রাষ্ট্রে জনগণ আইন-আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।’ তারপরেও খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা আইনগতভাবেই মোকাবিলা করা হবে বলে তিনি জানান।
মামলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘শাসন বিভাগ নিয়ন্ত্রিত বিচারব্যবস্থায় আইনের শাসন কামনা করা যায় না।’ তিনি বলেন, ‘আওয়ামী নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত হাজার হাজার মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
আওয়ামী মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুদকের আওতাধীন সকল অভিযোগ ও মামলায় দায়মুক্তি সনদ প্রদানের হিড়িক পড়েছে। মন্ত্রীদের বিরুদ্ধে বিশ্বব্যাংকের অভিযোগও শেষ পর্যন্ত আমলে নেওয়া হয়নি। হলফনামার মাধ্যমে নির্বাচন কমিশনে দাখিলকৃত আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের স্বঘোষিত দুর্নীতির খতিয়ান দেশের জনগণ ও সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে। অথচ তাদেরকেও পূতপবিত্র চরিত্রসনদ প্রদান করেছে দুদক সরকারি প্রভাবে।’
সাম্প্রতিক একাধিক ঘটনা উল্লেখ করে সালাহ উদ্দিন বলেন, ‘দিনাজপুরের চিরিরবন্দরে বিএনপি নেতাকে আটক করতে গিয়ে পুলিশ তার ছেলে রেজওয়ানুলকে গুলি করে হত্যা করে, তাঁর স্ত্রী ও মেয়েকেও গুলি করে। ফেনীতে ছাত্রদল নেতা আরিফকে আটক করতে গিয়ে তাঁর বৃদ্ধ বাবা মফিজুর রহমানকে পিটিয়ে হত্যা করে যৌথ বাহিনী।’
বিএনপির যুগ্ম মহাসচিব দাবি করেন, ‘কোনো অভিযোগ ছাড়াই গত রাতে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে আটক করা হয়েছে। এরপর তাঁকে আদালতে হাজির না করায় তাঁর পরিবারসহ আমরা গভীরভাবে আতঙ্কিত ও উদ্বিগ্ন।’ বিবৃতিতে তিনি খোকনের মুক্তি দাবি করেন।