আমের মুকুলের সৌরভ সাভারে
রাজধানীর উপকণ্ঠ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে হাজার হাজার আমগাছ মুকুলে ভরে গেছে। এতে আমের বাম্পার ফলনের আশা করছেন চাষি, বিশেষজ্ঞ ও কৃষিবিজ্ঞানীরা।
এ বিষয়ে উদ্যানতত্ত্ববিদ মনোয়ার হোসেন বলেন, আমের মুকুল ও কুঁড়ির জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূল। মুকুলে মুকুলে হাজারো আমগাছ দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। তিনি জানান, সাভার আশুলিয়া ও ধামরাইয়ে ৬৫ থেকে ৭০ শতাংশ আমগাছে মুকুল ধরেছে। বাকি গাছগুলোয় মার্চের মাঝামাঝি মুকুল হবে।
সাভার উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সালাম বলেন, আমের ফলন নিশ্চিত করতে চাষিরা পরিচর্যাসহ নানা কাজ হাতে নিয়েছেন। আমের ভালো মান ও উৎপাদন নিশ্চিত করতে ফড়িং ও কিছু কীটের আক্রমণ রোধ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সঙ্গে চাষিদের অবশ্যই যোগাযোগ রক্ষা করতে হবে।
সাভার ও আশপাশের এলাকায় প্রতিবছর আমের আবাদ বাড়ছে। আম্রপালির মতো হাইব্রিড ও উচ্চফলনশীল জাতের পাশাপাশি স্থানীয় জাতের আমের উৎপাদনের মাধ্যমে বাগান মালিকরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন।