ফতুল্লায় গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় গুলি করে ২৮ লাখ ৪৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছে দুজন।
আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় কাশিপুরে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে অস্ত্র দেখিয়ে দুটি মোটরসাইকেলের চার যুবক মাইক্রোবাসের গতিরোধ করে এ ঘটনা ঘটায়। গুলিবিদ্ধ মাইক্রোবাসচালক রজ্জব আলীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির কর্মকর্তা আবুল বাশার ফতুল্লার একটি বেসরকারি ব্যাংক থেকে ২৮ লাখ ৪৭ হাজার টাকা তুলে মাইক্রোবাসে করে নিজ প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে চার যুবক দুটি মোটরসাইকেলে করে এসে মাইক্রোবাস থামিয়ে চালককে গুলি করে। এ সময় আবুল বাশারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলার প্রস্তুতি চলছে।