চুয়াডাঙ্গায় আ. লীগ, যুবলীগের ৬ নেতা কারাগারে

হত্যা ও মারামারির পৃথক মামলায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আবু তালেব, যুবলীগের সদস্য শফি খাঁ, সহিদুল ইসলাম, ইউসুফ আলী ও জাহিদুল ইসলাম।
দামুড়হুদা থানার পুলিশ জানায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি দামুড়হুদার খাঁ পাড়ায় যুবলীগের আহ্বায়ক আবু তালেব ও সদস্য ইউসুফ আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত ইউসুফ আলীর সমর্থক গোলাম রসুল (৪৫) ও আবু তালেবের ভাই মোতালেব খাঁকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার রাতেই গোলাম রসুল ও পরের দিন মোতালেব খাঁ মারা যান।
জোড়া খুনের ঘটনায় ইউসুফ আলী ও মুক্তাদির বাদী হয়ে উভয়পক্ষের ১৯ জনকে আসামি করে পাল্টাপাল্টি হত্যা মামলা করেন।
আবু তালেব, শহিদুল ইসলাম, ইউসুফ আলী ও জাহিদুল ইসলামকে হত্যা মামলার ফেরারি আসামি এবং সহিদুল ইসলাম ও শফি খাঁকে চলতি বছরের একটি মারামারির মামলায় পলাতক হিসেবে গ্রেপ্তার করা হয়।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, বিশেষ অভিযান চালিয়ে বুধবার ভোররাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।