বিদ্যুৎ ভবনে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ, গুলি

রাজধানীতে দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিদ্যুৎ ভবনে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সচিবালয়ের পাশেই ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) কার্যালয়ে এ সংঘর্ষে তিন থেকে চার রাউন্ড গুলিবিনিময় হয়েছে। পুলিশ বলছে, দরপত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
রাজধানীর তেজগাঁওয়ে ৩৩/১১ কেভি উপকেন্দ্র ভবনের তৃতীয় তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও মাদারটেকে ১৩২/৩৩ কেভি জিআইএস উপকেন্দ্রের নিরাপত্তা প্রাচীর নির্মাণসহ আনুষঙ্গিক উন্নয়নমূলক কাজ নিয়ে সম্প্রদি দুটি দরপত্র আহ্বান করা হয়। আজ মঙ্গলবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।
ভবনের নিরাপত্তারক্ষী আবদুল হামিদ এনটিভি অনলাইনকে বলেন, দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল আজ দুপুর ১২টা। বেলা সাড়ে ১১টার দিকে দরপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের হাতাহাতি শুরু হয়। দোতলায় শুরু হওয়া সংঘর্ষ নিচতলায় চূড়ান্ত রূপ নেয়। ভবনে সাজিয়ে রাখা ফুলের টব ও গাছের গুঁড়ি নিয়ে একে অপরের ওপর হামলা করে। এ সময় উভয় পক্ষের কর্মীরা ছাড়াও দরপত্র জমা দিতে আসা কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় ওই ভবনেই পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিল।
সংঘর্ষে আল মামুন নামের একজনকে মারধর করে ভবনের সামনে ফেলে রাখে প্রতিপক্ষরা। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সংঘর্ষের সময় ছোঁড়া গুলি বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব আহমেদ কায়কাউসের গাড়িতে লাগে। তবে এ সময় ওই সচিব গাড়িতে ছিলেন না।
পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ ইব্রাহিম খান টেলিফোনে এনটিভিকে বলেন, ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে। তাঁরা বিষয়টি নিয়ে তদন্ত করছেন।
তবে ঘটনাস্থল পরিদর্শনের সময় কোনো পুলিশ কর্মকর্তা এ বিষয় নিয়ে কথা বলেননি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।