সাবেক স্বামীর ছোড়া এসিডে গৃহবধূ দগ্ধ
জয়পুরহাটে সাবেক স্বামীর ছোড়া এসিডে এক নারী দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ নার্গিস আক্তারের (২২) বাড়ি সদর উপজেলার বুলুপাড়া গ্রামে। তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন।
নার্গিসের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া গ্রামের মাসুদ রহমানের সঙ্গে নার্গিসের বিয়ে হয়। কিন্তু বনিবনা না হওয়ায় গত বছর নার্গিস তাঁর স্বামীকে তালাক দেন। গতকাল রাতে মাসুদ হঠাৎ নার্গিসদের বাড়িতে আসেন। তিনি ভালো হয়ে যাবেন, নার্গিসকে আর কষ্ট দেবেন না- নানা প্রতিশ্রুতি দিয়ে ফুসলিয়ে তাঁকে তাঁর বাড়ি থেকে বের করেন। এরপর অটোরিকশায় তুলে শহরের পাকারমাথা এলাকায় নিয়ে গিয়ে তার মুখমণ্ডলে এসিড ছুড়ে পালিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে,নার্গিসের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, মাসুদ পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে রাজশাহীর বাঘা থানাকেও এ মামলার কথা জানানো হয়েছে। আশা করি খুব শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা যাবে।