কেরানীগঞ্জে অস্ত্রসহ আটক ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের সামনে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ একজনসহ দুজনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৪টি ওয়ান শুটারগান ও চারটি গুলি উদ্ধার করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা ডিবি পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালায়।
এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় হলে মিজান নামের একজন গুলিবিদ্ধ হয়। পুলিশ ফারুক নামের অপর একজনকে ঘটনাস্থল থেকে আটক করে। ঢাকা জেলা ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।