পোশাক খাতে দুর্নীতির পেছনে বিদেশিরাও দায়ী
তৈরি পোশাক খাতের সরবরাহ প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির পেছনে বিদেশি ক্রেতারাও দায়ী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডিতে মাইডাস সেন্টারে আয়োজতি টিআইবির এ সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান এ মন্তব্য করেন। এ দিন পোশাক খাতের অনিয়ম নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অতি মুনাফার জন্য অনেক ক্রেতাই দেশের গার্মেন্ট ব্যবসায়ীদের অনিয়ম করতে উৎসাহিত করছে।
প্রতিবেদনে বলা হয়, গার্মেন্টের সরবরাহের প্রায় পুরো প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতি নিয়মে পরিণত হয়েছে। শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন পরিবীক্ষণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ঘুষ দিয়ে নিয়ম ভাঙা হচ্ছে বলে জানানো হয় প্রতিবেদনে। এ ছাড়া পণ্যের মান, পরিমাণ ও কমপ্লায়েন্সের ঘাটতি ধামাচাপা দিতে ব্যাপক ঘুষ বাণিজ্যের চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। দেশের তৈরি পোশাকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রেতাদের সংস্থা অ্যাকর্ড ও অ্যালায়েন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।
এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, সমন্বয়হীনতার কারণে অ্যাকর্ড ও অ্যালেয়েন্স কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে।
টিআইবির নির্বাহী পরিচালক আরো বলেন, ‘বিদেশি কোম্পানিগুলোকে, আমাদের প্রডিউসার (উৎপাদক), এক্সপোর্টারদের (রপ্তানিকারক) বিভিন্নভাবে জিম্মি করে ত্বরিত মুনাফা ও উচ্চ মুনাফা অর্জনের প্রবণতা দেখতে পাই। সবাই কমবেশি দায়ী এটুকুই, আমরা মনে করি। যারা আমাদের দেশের বায়ারস (ক্রেতা), বিজনেস পারসনস (ব্যবসায় ব্যক্তিত্ব), আমাদের দেশ থেকে পণ্য কিনছেন এবং গগনচুম্বী মুনাফা ধরছেন, এম্পায়ার গড়ে তুলছেন তাঁরাও কিন্তু কম দায়ী নন।’