নারায়ণগঞ্জের পাঁচ খুন : মামলা ডিবিতে হস্তান্তর

নারায়ণগঞ্জে একই পরিবারের পাঁচজনকে ভারী অস্ত্র দিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
urgentPhoto
আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে সদর মডেল থানায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তদন্ত কর্মকর্তা আবদুল হামিদ ডিবির উপপরিদর্শক (এসআই) আবুল খায়েরের কাছে মামলার নথি বুঝিয়ে দেন। এখন থেকে তিনিই মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন।
পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, মামলাটি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তের জন্য যাকে প্রয়োজন, তাকে জিজ্ঞাসা করা হবে। মামলাটি ডিবির হাতে চলে গেলেও পুলিশ যেটুকু তদন্ত করেছে, তাতেও বেশ অগ্রগতি আছে।
শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইলের একটি বাসায় ঢুকে একই পরিবারের পাঁচজনকে ভারী অস্ত্র দিয়ে আঘাত করে ও শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন ওই পরিবারের তাসলিমা (৩৫), তাঁর ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ভাই মোরশেদুল (২৫) ও জা লামিয়া (২৫)।
এ ঘটনায় গতকাল দুপুরে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তিনজনকে সন্দেহ (সাসপেক্ট ) করে অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাঁচ মৃতদেহের ময়নাতদন্ত শেষে গত সন্ধ্যায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে ময়মনসিংহের নান্দাইলে তাঁদের মরদেহ দাফন করা হয়।