নারায়ণগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী পেশাজীবী দল। ছবি : এনটিভি
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন পালন করেছে জেলা বিএনপি।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর ডায়মন্ড চত্বরে জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম জিয়া।
পেশাজীবী দল আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রুহুল আমীন সিকদার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান প্রমুখ।