স্কুলের খাবার খেয়ে ৪ এসএসসি পরীক্ষার্থী অসুস্থ

দিনাজপুরের বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বরণ অনুষ্ঠানের খাবার খেয়ে চার ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার বিকেল ৪টায় বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীরা হলো রাজশ্রী ময়ূরী, তমা, নেহার ও মাইশা। তারা সবাই এসএসসি পরীক্ষার্থী।
বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী জানায়, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বরণ অনুষ্ঠান নির্ধারিত সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টায় শুরু হয়। শেষ হয় বিকেল ৪টার দিকে। এরপর ছাত্রীদের দুপুরের খাবার খেতে দেওয়া হয়। দীর্ঘ কয়েক ঘণ্টা খালি পেটে থাকার পর ওই খাবার খেয়ে চার ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুলতান মাহমুদ জানান, দীর্ঘক্ষণ খালি পেটে থেকে খাবার খাওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম জানান, আজ বিদ্যালয়ের ৬৪ জন এসএসসি পরীক্ষার্থীর বিদায় এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের বরণসহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ছাত্রীদের মধ্যে দুপুরের খাবার সরবরাহ করা হয়। ছাত্রীরা খাবার খেলে এদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী চার ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়।
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, দেরীতে নয়, এক ঘণ্টা পর অনুষ্ঠান শুরু করা হয় এবং বিকেল ৩টায় ছাত্রীদের খাবার দেওয়া হয়। খাবারে কোনো বিষক্রিয়া ছিল না বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কী অনুষ্ঠান ছিল তা আমার জানা নেই। তবে প্রধান শিক্ষক সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে কাকে নিয়ে অনুষ্ঠান করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।’