ব্রাহ্মণবাড়িয়ায় মিছিলে পুলিশের বাধা, ককটেল বিস্ফোরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/02/01/photo-1422778048.jpg)
ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ২০-দলীয় জোটের মিছিলে বাধা দেয় পুলিশ। এ সময় শহরের টি এ রোড, শিমরাইলকান্দিসহ বিভিন্ন স্থানে ৩০-৩৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। ছবি : শিহাব উদ্দিন বিপু
ব্রাহ্মণবাড়িয়ায় ২০-দলীয় জোটের হরতালের সমর্থনে বের করা একটি মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকায় মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শিমরাইলকান্দিতে মিছিলটি বের হওয়ার পর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়তে থাকে। এ সময় মিছিলকারীরা পেছনে সরে গিয়ে তিন-চারটি অটোরিকশা ভাঙচুর করে। এর কিছুক্ষণ পর শহরের টি এ রোড, শিমরাইলকান্দিসহ বিভিন্ন স্থানে ৩০-৩৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। তবে এতে কেউ হতাহত হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, হরতালকারীরা শহরে আতঙ্ক সৃষ্টির জন্য বিভিন্ন স্থানে ককটেল ছুড়েছে। তিনি জানান, নাশকতাকারীদের ধরতে শহরে পুলিশের অভিযান চলছে।