পুঁথিগত নয়, মানবিক শিক্ষা গ্রহণের পরামর্শ রাষ্ট্রপতির

পুঁথিগত শিক্ষা নয়, মানবিক ও আলোকিত শিক্ষা গ্রহণের পরামর্শ দিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি ছাত্রছাত্রীদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। পরে রাষ্ট্রপতি তিন শিক্ষার্থীর হাতে চ্যান্সেলর গোল্ড মেডেল তুলে দেন। এ ছাড়া ১১ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল দেন তিনি।
এ বছর বিইউপির মোট ৮৩৫ জন গ্রাজুয়েটকে সনদ দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারিক আহমেদ সিদ্দিকসহ সশস্ত্র বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
আবদুল হামিদ বলেন, ‘শিক্ষার মৌলিক উদ্দেশ্য দক্ষ মানবসম্পদ তৈরি করা। মানবসম্পদ এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা দেশ ও বিদেশে নিজেদের দক্ষতা প্রমাণের মাধ্যমে সাফল্যের সাক্ষর রাখতে পারে।’