চুয়াডাঙ্গার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী পালিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
আজ শুক্রবার সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর পর্যায়ক্রমে জাতীয় শপথ পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা, স্মৃতিচারণা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান, চুয়াডাঙ্গা সদর পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বদরগঞ্জ ওয়াকফ এস্টেটের মোতোয়ালি শওকাত হাসান, সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ও প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আশরাফুল হক। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ।
সুবর্ণজয়ন্তী উৎসবে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মো. আশরাফুল হকসহ বিভিন্ন শিক্ষক ও গুণী ব্যক্তিদের মধ্যে ক্রেস্ট উপহার তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।