বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে তারানা হালিমের মামলা

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকারের বিরুদ্ধে ‘জালিয়াতি’র মামলা দায়ের করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অভিযোগে বলা হয়, তারানা হালিমের নাম ব্যবহার করে এবং স্বাক্ষর জাল করে অর্থ আদায় করেছেন অরুণ সরকার।
প্রতিমন্ত্রীর গণযোগাযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গতকাল রোববার শাহবাগ থানায় অভিযোগ করা হয়। প্রতিমন্ত্রী তারানা হালিমের ব্যক্তিগত সহকারী সচিব জয়দেব নন্দী এফআইআরের একটি কপি পুলিশের কাছে জমা দেন।
এফআইআরে বলা হয়েছে, প্রতিমন্ত্রী তারানা হালিমের নাম ও স্বাক্ষর জালিয়াতি করে অবৈধভাবে অর্থ জোগাড় করেছেন অরুণ সরকার। ২০১৪ সাল থেকেই তিনি এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এমন কর্মকাণ্ড প্রতিমন্ত্রীর আদর্শের পরিপন্থী।
গত বছর ২০ ডিসেম্বর মোবাইল সেবাদাতা সরকারি প্রতিষ্ঠান টেলিটকের কাছে চিঠি পাঠিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের জন্য অর্থ চায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জানা গেছে, তারানা হালিমের স্বাক্ষর নকল করে ওই চিঠি পাঠিয়েছিলেন অরুণ সরকার। গত ৩ নভেম্বর একইভাবে জেলহত্যা দিবস পালনের জন্য অর্থ চেয়ে একই প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি।