উদ্ভাবনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : গওহর রিজভী

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, নতুন নতুন উদ্ভাবনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। প্রত্যেক সরকারি কর্মকর্তাকে একজন সেবক ও নাগরিক সদস্য মনে করেই তাঁদের উদ্ভাবনী চিন্তা জনকল্যাণে আনতে হবে।
আজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় ইনোভেশন সার্কেলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী এসব কথা বলেন।
দেশের নাগরিক ও সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়ন জরুরি উল্লেখ করে ড. রিজভী বলেন, ‘দেশের নাগরিক সন্তুষ্টির মাধ্যমে সরকার আরো বেশি উৎসাহিত হয়ে থাকে।’ এ প্রসঙ্গে উদ্ভাবন চর্চা অব্যাহত রেখে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘দেশে এখন সামাজিক উন্নয়নের একটি বড় সুযোগ এসেছে। এই সুযোগে কৃষি, শিল্প, শিক্ষা, চিকিৎসা ও খাদ্যসহ সকল বিষয়ে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাল্যবিবাহ মুক্তকরণ, ইকো ট্যুরিজম, নারী ও শিশুর উন্নয়ন, তথ্য ও প্রযুক্তি, কোচিংমুক্ত শিক্ষাব্যবস্থা, বিষমুক্ত খাদ্য উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করতে হবে।’
রিজভী আরো বলেন, ‘দেশে খাদ্য উৎপাদন এখন রপ্তানিমুখী হয়ে উঠেছে। দেশ থেকে আম, মাছসহ বিভিন্ন কৃষিজ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। এই ধারাকে অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানান তিনি।
খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম অফিসার মানিক মাহমুদ, যশোর, বাগেরহাট, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, শিক্ষা উপপরিচালক টি এম জাকির হোসেন, কৃষিজ সম্প্রসারণ কর্মকর্তা ভূপেন কুমার মণ্ডল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদী, শ্যামনগরের ইউএনও আবু সায়েদ মুহাম্মদ, মনজুর আলম, কালীগঞ্জের মহিলাবিষয়ক কর্মকর্তা এম এ নাহার, দেবহাটার সাব রেজিস্ট্রার নারায়ণ মণ্ডল প্রমুখ। সভায় জানানো হয়, খুলনা বিভাগে ২৪০টি ইনোভেশন কার্যক্রম চলমান রয়েছে।