এজলাস ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির

গাজীপুরের বিচারিক হাকিম নির্মলেন্দু দাসের এজলাস ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি আজ বৃহস্পতিবার গাজীপুরের আদালত পরিদর্শন করে পুলিশ ও আইনজীবী সমিতিকে এই নির্দেশ দেন।
গাজীপুর বারের আইনজীবী ইব্রাহিম খলিলকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে গত বুধবার আইনজীবীদের একাংশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একপর্যায়ে আইনজীবীরা নির্মলেন্দু দাসের এজলাস ভাঙচুর করেন।
ওই ঘটনার পর আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে আসেন প্রধান বিচারপতি। তিনি বিচারিক হাকিমের আদালত প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিচারকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন।
এ সময় প্রধান বিচারপতির সাথে বৈঠকে অংশ নেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিনসহ অন্য বিচারকরা। এ সময় পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন, এস এম মোস্তফা কামাল, জেলা আইনজীবী সমিতির নেতা এবং পুলিশের কর্মকর্তারা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মো. ইব্রাহীম এনটিভি অনলাইনকে বলেন, ‘এজলাস ভাঙচুরের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতি পুলিশ ও আমাদের নির্দেশ দিয়েছেন।’