জেলার দাবিতে বিরামপুরে ধর্মঘট

জেলা বাস্তবায়নের দাবিতে আধা বেলা ধর্মঘট পালন করেছে দিনাজপুরের বিরামপুর উপজেলাবাসী। আজ বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরামপুরের সর্বত্র ধর্মঘট পালিত হয়েছে।
এ সময় উপজেলা সদরের সব দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ছিল। সব ধরনের যান চলাচলও বন্ধ ছিল।
সকালে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ছাত্রছাত্রী, নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা মোড়ে এসে গণজমায়েতে অংশ নেয়। বিরামপুর পেশাজীবী ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
এ সময় মোবাইল ফোনে বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, বিরামপুর পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, বিরামপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আল মারুফ ট্রাস্টের সাধারণ সম্পাদক ড. এনামুল হক, বিএনপির সাধারণ সম্পাদক কমর সেলিম, পৌর কাউন্সিলর শওকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ ৩৮ বছর ধরে এখানকার মানুষ বিরামপুরকে জেলা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। বিভিন্ন সরকারপ্রধানরাও এই দাবি যুক্তিসংগত বলে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু আজও গণমানুষের দাবির বাস্তবায়ন হয়নি।