কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, তিনজনকে ধরিয়ে দিল জনতা

চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে এক কলেজছাত্রীকে অপহরণ করে মাইক্রোবাসে করে পালানোর সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
ওই কলেজছাত্রী চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলায়।
আটক তিনজন হলেন- আলমডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামের আশিক আহমেদ কলিন্স (২২) , আরিফ আহম্মেদ বিপ্লব (২১) ও কেশবপুর গ্রামের ফাহিম (২২)। মাইক্রোবাসের চালক ও সহকারী পালিয়ে যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজছাত্রী তাঁর দুই বান্ধবীর সঙ্গে চুয়াডাঙ্গা শহর থেকে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এ সময় মাথাভাঙ্গা সেতুর কাছ থেকে কয়েকজন যুবক তাঁকে একটি মাইক্রোবাসে তুলে ঝিনাইদহ অভিমুখে রওনা দেয়। মাইক্রোবাসের ভেতর থেকে তিনি চিৎকার দিলে পেছন থেকে লোকজন ধাওয়া করে এবং সামনে থেকে ব্যারিকেড দেয়। প্রায় ২০০ গজ যাওয়ার পর আলী হোসেন মার্কেটের সামনে জনতার ব্যারিকেডে গাড়ি থামিয়ে চালক ও সহকারী পালিয়ে যান। উত্তেজিত জনতা অপহরণকারী তিনজনকে ধরে বেধড়ক মারপিট ও মাইক্রোবাসটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ কলেজছাত্রীকে উদ্ধার ও অপহরণের চেষ্টায় জড়িতদের আটক করে থানায় নিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কলেজছাত্রী নিজে বাদী হয়ে মামলা করেছেন।