নারায়ণগঞ্জে হিন্দু পরিবারের বাড়ি দখলের অভিযোগ

ছবি : এনটিভি
নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের দরিদ্র এক পরিবারের বাড়ি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে এর প্রতিবাদে মানববন্ধন করে জেলা পূজা উদযাপন কমিটি।
কমিটির সভাপতি শঙ্কর সাহা জানান, নগরীর কেন্দ্রস্থল পালপাড়ার উরশনা পালের প্রায় এক কোটি টাকা মূল্যের তিন শতাংশ জায়গায় গত রাতে টিনের ঘর তুলে দখল করে নিয়েছে জনৈক সাহেদ আলী। তিনি কথিত এক পীরের শ্বশুর পরিচয় দিয়ে থাকেন। মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা সংখ্যালঘুর বাড়ি উদ্ধারে সরকারের হস্তক্ষেপ দাবি করেন।