চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় দুজন নিহত

চুয়াডাঙ্গায় পৃথক দুটি ঘটনায় অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকসহ দুজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবু বকর সিদ্দিক (৮০) ও হকপাড়ার বাসিন্দা আবদুল হান্নান (৩২)।
নিহত আবু বকর সিদ্দিকের স্ত্রী হালিমা খাতুন জানান, মঙ্গলবার রাতে তিনি ও তাঁর স্বামী ঘুমিয়েছিলেন। মাঝরাতে হঠাৎ তাঁর ঘুম ভেঙে যায়। এ সময় বিছানায় স্বামীকে না পেয়ে তিনি পাশের ঘরে যান। ওই ঘরে সোফার ওপর স্বামীর গলাকাটা দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার করে ছেলেমেয়েকে ডাকেন। পরে স্বামীকে উদ্ধার করে সদর হাসপাতালে নেন। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে লোক পাঠানো হচ্ছে।’
অন্যদিকে, গত সোমবার দুর্বৃত্তদের হামলায় আহত হকপাড়ার বাসিন্দা আবদুল হান্নান মারা গেছেন। গতকাল মঙ্গলবার তাঁকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুরে মারা যান তিনি।
এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে হান্নানকে কামাল ও সবুজ নামের দুই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর তাঁকে পিটিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থায় সংকটাপন্ন হলে চিকিৎসকরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানোর কথা বলেন। রাজশাহী নেওয়ার পথে মারা যান তিনি।
নিহত দুজনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।