জিকা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই : স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘জিকা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’
আজ বুধবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘জিকা ভাইরাস কোনো প্রাণঘাতী কিছু নয়। এটি মশা দ্বারা আক্রান্ত হয়। এটি ব্রাজিল ও আশপাশের কয়েকটি অঞ্চলে দেখা গেছে। তারা সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমাদের এই অঞ্চলে এই ভাইরাস দেখা যায়নি এখনো। আমরা আশা করছি আমাদের দেশে দেখা যাবে না। বাংলাদেশে এই ভাইরাস কখনো ছিল না, এখনো নেই। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এর আগে ইবোলা ভাইরাস আফ্রিকাতে ছড়িয়ে ছিল। তখন আমরা সব প্রস্তুতি নিয়েছিলাম। আমরা সব বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমাদের দেশে ইবোলা ভাইরাস আসতে পারেনি। আতঙ্কিত হওয়ার কারণ ছিল না।’ তিনি আরো বলেন, ‘আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সব সময় সজাগ।’
আড়াইহাজার পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহ জালাল মিয়া।