বরিশাল বিএম কলেজ ছাত্রলীগের কর্মকাণ্ড স্থগিত

বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রলীগের সব ধরনের কর্মকাণ্ড সাময়িক স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রাতে বিএম কলেজ ছাত্রলীগের কর্মপরিষদের ক্রীড়া সম্পাদক মুন্নার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার বিএম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এজন্য মহানগর ছাত্রলীগের এক বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক বিএম কলেজ ছাত্রলীগের সার্বিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এ ছাড়া এই ঘটনায় কলেজ ছাত্রলীগের কর্মী সুনীল বাড়ৈকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে কুপিয়ে জখম করার ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে বুধবার রাতে আটজনের নামে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্না। মামলায় সুনীল বাড়ৈ, ছাত্রলীগকর্মী নিয়াজ মোরশেদ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ ও কর্ম পরিষদের সাহিত্য সম্পাদক নূর সাইদিসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।