চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে ডাকাতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী থানাপাড়ায় তিন ভাইয়ের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ডাকাতদলের সদস্যরা সেখানে পুলিশ পরিচয়ে ডাকাতি করে। ডাকাতদলের সদস্যরা সবাই ছিল হাফপ্যান্ট ও মুখোশ পরা।
গৃহকর্তা ইছাহাক মণ্ডল জানান, ডাকাতদলের সদস্যরা প্রথমে পুলিশ পরিচয়ে পানি খাওয়ার নাম করে তাঁর বাড়িতে প্রবেশ করে। এরপর বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য জমানো একলাখ টাকা, একটি মোবাইল ফোনসেট ও ৫০ হাজার টাকা মূল্যের সোনার গহনা নিয়ে যায়। এরপর পর্যাক্রমে অন্য দুইভাই ইউনুস আলী ও ইউসুফ আলীর বাড়িতে ঢুকে একই কায়দায় ডাকাতি করে।
তিন বাড়ি মিলিয়ে প্রায় দুই লাখ নগদ টাকা ও অন্তত দুই ভরি সোনারগহনা এবং দুটি মোবাইল ফোনসেট লুট করে ডাকাতরা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মাঠের ভেতরে নির্জন এলাকায় তাঁদের বাড়ি। যে পরিমাণ অর্থ ডাকাতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তা সন্দেহজনক। তবে, এ বিষয়ে বেলা ৩টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।