হাকিমপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

প্রায় এক কোটি টাকা ঋণের বোঝা নিয়ে দায়িত্ব নিলেন দিনাজপুরের হাকিমপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। এ উপলক্ষে আজ রোববার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচিত মেয়র জামিল হোসেন চলন্ত।
এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান মাইকেল, হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন রাজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী।
পরে মেয়রের হাতে পৌরসভার দায়িত্বভার হস্তান্তর করেন পৌরসভার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত সচিব) মিজানুর রহমান।
এ সময় মেয়র জামিল হোসেন চলন্ত সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরদের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিয়ে জানান, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী দায়িত্ব থাকাকালে মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা বাবদ চার লাখ ৫৯ হাজার টাকা, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ৬৮ লাখ ৯০ হাজার ৭৬৬ টাকা, মাস্টাররোল কর্মচারীদের মাসিক সম্মানী দুই লাখ ২৫ হাজার টাকা, বিদ্যুৎ বিল নয় লাখ ১৫ হাজার, বিজ্ঞাপন বকেয়া ৪২ হাজার ৫৪০ টাকা ও টেলিফোন বকেয়া ১২ হাজার ৪১৭ টাকা বকেয়া রেখে যান।
জামিল হোসেন এই টাকা পরিশোধ করে পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে সবার সহযোগিতা কামনা করেন।