২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, মাসিক মাত্র ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে তৃণমূল পর্যায়ের সবাইকে স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বল্পমূল্যে হ্যান্ডসেট তুলে দেওয়া প্রসঙ্গে আজ বৃহস্পতিবার তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে এটি প্রদান করা সম্ভব বলে তারা আমাদের আশ্বস্ত করেছে ।
সকালে সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’র (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠানের (এরিকসন) সঙ্গে আলোচনা হয়েছে। এরিকসন বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদনে আগ্রহ দেখিয়েছে। এর ফলে দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং হ্যান্ডসেটের মূল্য কমে আসবে।
প্রান্তিক পর্যায়ের মানুষের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার ইচ্ছের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেড় থেকে দুই হাজার টাকায় স্মার্টফোন কৃষক-মজুর সবার হাতে পৌঁছে দিতে চাই।
টিআরএনবি ওয়েবসাইট (trnb.org) উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ওয়েবসাইটে এই সেক্টরের খাতওয়ারি তথ্য আপলোড থাকবে বলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহামন চৌধুরী, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।