হিলিতে পিস্তল, গুলি, ভারতীয় রুপিসহ চারজন আটক
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে বিদেশি তিনটি পিস্তল, তিনটি গুলি, ভারতীয় এক লাখ রুপি, ধর্মীয় বই, সিডি ডিস্ক, ম্যাপসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার পৃথক দুটি অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেব (মাঠপাড়া) গ্রামের লোকমান হোসেন বেলাল (৫৫), ধরন্দা (বেইলি ব্রিজ) গ্রামের বাবুল হোসেন (৩৫) ও বৈগ্রামের শাহাবুল (২৩) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার জাহিদ হাসান (৩২)।
বিজিবির জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশরাফ আলী জানান, গতকাল শনিবার দুপুর ২টার দিকে সীমান্তের চুড়িপট্টি এলাকা দিয়ে ভারত থেকে অস্ত্র পাচার হচ্ছে -এমন খবরের ভিত্তিতে হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তের চুড়িপট্টি এলাকায় অবস্থান নেয়। এ সময় বাবুল একটি নাইন এমএম পিস্তল নিয়ে দেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাঁকে আটক করেন। পরে বাবুলের স্বীকারোক্তি অনুযায়ী বিজিবি সদস্যরা হিলি বাসস্ট্যান্ড সংলগ্ন আবাসিক হোটেল নর্দান প্যালেস ঘিরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চালায়। এ সময় হোটেলের তিনটি কক্ষ থেকে আরো দুটি নাইন এমএম পিস্তল, তিনটি গুলি, ভারতীয় এক লাখ রুপি, জিহাদি বই, একটি সিডি ডিস্ক উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহাবুল, জাহিদ হাসান ও হোটেলের মালিক লোকমান হোসেন বেলালকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া তিনটি পিস্তলের মধ্যে দুটি জাপানের এবং একটি বুলগেরিয়ার তৈরি। এ ছাড়া বোমা তৈরির একটি সার্কিট (ফর্মুলার নোট বুক) উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭টায় উদ্ধার অভিযান শেষ হয়।
এদিকে রাত ১২টায় হিলি সিপি ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিরা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারে। তারা এসব অস্ত্র দেশে এনে নাশকতার কাজে ব্যবহার করার পরিকল্পনা করছিল। এই অস্ত্র পাচারের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে হাকিমপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। এই বছরের মধ্যে এটিই বিজিবির উদ্ধার অভিযানের একটি বড় সাফল্য বলে দাবি করেন বিজিবির এই কর্মকর্তা।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়নি।