আড়াইহাজারে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ডাকাত সন্দেহে পিটিয়ে এক যুবককে হত্যা করেছে স্থানীয় জনতা। গতকাল রোববার গভীর রাতে উপজেলার বাঘানগর এলাকায় এ ঘটনা ঘটে।
আজ সোমবার সকালে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জানান, আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘানগর এলাকায় রাত দেড়টায় সাত-আট ডাকাত যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা করে।
বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এ সময় জনতা একজনকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
তিন দিন আগে রূপগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে তিনজন ও দেড় মাস আগে আড়াইহাজারে আটজনকে পিটিয়ে হত্যা করা হয়।