বিরামপুরে ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা

দিনাজপুরের বিরামপুর শাখা ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। ফলে রক্ষা পেয়েছে ব্যাংকের ভোল্টে গচ্ছিত কয়েক কোটি টাকা।
টাকা লুট করতে না পারলেও ডাকাতরা এ সময় ব্যাংকের প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ও কম্পিউটারের হার্ডডিক্স ভেঙে নিয়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ইসলামী ব্যাংকের বিরামপুর শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদ জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাত-আটজনের অস্ত্রধারী একটি ডাকাতদল বিরামপুর শহরে অবস্থিত ইসলামী ব্যাংকের উত্তর পাশের একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা এ সময় ব্যাংকের সিকিউরিটি গার্ড আবদুল্লাহ ও এমসিজি মোস্তাফিজুর রহমানকে অস্ত্র ঠেকিয়ে মারপিট করে বেঁধে রাখে। ডাকাতরা তাদের কাছ থেকে মূল গেটের চাবি নিয়ে গেট খুলে কাটার গ্যাস সিলিন্ডার ব্যাংকে ঢুকিয়ে টাকার ভোল্টের প্রথম ও দ্বিতীয় দরজা কেটে সিন্দুক খুলে ফেলে। তখন ব্র্যাঞ্চ অফিস রেড অ্যালার্ট সিগন্যাল পেয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিক বিরামপুর থানা পুলিশকে খবর দেয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।এ ব্যাপারে বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভিন এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদ দাবি করেন, ডাকাতরা কোনো টাকা-পয়সা লুট করতে পারেনি। তবে ব্যাংকের সিসি ক্যামেরা ও কম্পিউটারের হার্ডডিক্স ভেঙে নিয়ে গেছে। এতে অনেক গোপনীয় তথ্য ছিল। এ ব্যাপারে ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।