নেত্রকোনায় মর্যাদায় পালিত অমর একুশ
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা, ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করেছে নেত্রকোনার সর্বস্তরের মানুষ। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে নেত্রকোনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
একুশের প্রথম প্রহরে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরসভার মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক ড. তরুন কান্তি শিকদার, পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
পরে একে একে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।