চসিকের একুশে সম্মাননা পদক পেলেন সাতজন
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বিভিন্ন বিভাগে এবার সাতজনকে একুশে সম্মাননা পদক দিয়েছে। আজ রোববার বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউটের বইমেলা প্রাঙ্গণে এক মেয়র আ জ ম নাসির উদ্দিন পদকপ্রাপ্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা পদক তুলে দেন।
পদকপ্রাপ্তরা হলেন সমাজসেবায় সাবেক উপপ্রশাসক ফজল করিম (মরণোত্তর) ও মো. জাকারিয়া (মরণোত্তর), শিক্ষায় অধ্যাপক রওশন আকতার হানিফ (মরণোত্তর), ক্রীড়ায় প্রকৌশলী মাহামুদুল হক (মরণোত্তর), সাংবাদিকতায় আ জ ম ওমর (মরণোত্তর), মুক্তিযুদ্ধে সিরু বাঙালি ও সংস্কৃতিতে অরুণ চন্দ্র বণিক।
এ উপলক্ষে বইমেলা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। একুশে বইমেলা কমিটির আহ্বায়ক নাজমুল হক ডিউকের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী বক্তব্য দেন।